গোপালগঞ্জের মুকসুদপুর উপজ🅷েলায় কুয়েতপ্রবাসীকে হত্যার দায়ে স্ত্রীর প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে 🌳অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন ফরিদপুরের নওয়াপাড়া গ্রামের মোতালেব মির্জা🍃র ছেলে হাবি🤪বুর রহমান ওরফে হাবু।
খালাস পাওয়া আসামিরা হলেন নিহত আজিজুর রহমানের স্ত্রী রাবেয়♛া বেগম এবং উপজেলার ভজনদী গ্রামের মৃত কালা মিয়া𓃲র ছেলে আলী মিয়া।
মামলার বিবরণে জানা যায়, আজিজুর রহমানের স্ত্রী রাবেয়ার সঙ্গে হাবিবুর রহমান ওরফে হাবুর পরকীয়া সম্পর্ক ছিল। আজিজুর রহমান দেশে 💮এলে বিভিন্ন সময় ফোনে হাবুর সঙ্গে কথা হয়। একপর্যায়ে আজিজুর রহমানকে বাসায় দাওয়াত দেন হাবু।
♐আজিজুর ২০০৭ সালের ১৮ মার্চ দাওয়াত খেতে হাবিবুরের বাসায় যাচ্ছিলেন। পথে উপজেলার দিগনগরে পৌঁছালে রাবেয়া বেগম, প্রেমিক হাবু ও তার লোকজন মিলে তাকে শ্বাসরোধে হত্যা করেন। পরদিন (১৯ মার্চ) গমক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ব💖াবা মো. সরাব আলী বাদী হয়ে তিনজনের নামে হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ চার্জশিট দাখিল করলে মঙ্গলবার আদালত এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাবিবুর রহম🍰ান পলাতক। তাকে ৫০ হাজার টাকা♊ জরিমানাও করা হয়েছে।
মামলাটি বাদℱীপক্ষে এপিপি অ্যাডভোকেট মো. শহিদুজ্জামান খান ও আসামিপক্ষে অ্যাডভোকেট ফজলুল হক খান পরিচালনা করেন।