কুষ্টিযꦿ়া-ঝিনাইদহ মহাসড়কে পাল্লা দিয়ে চালাতে গিয়ে দুই মোটরসাইকেল উল্টে তিন আরোহী নি൩হত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মহ⛎াসড়কের বটতৈল গড়াই ফ্লাওয়ার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদরের কুমারগাড়া এলাকার মো. রাহুল,🌠 ফারুক মিস্ত্রি ও মোহিনী বিল এলাকার মো. জুয়েল। তাদের বয়স ২০ থেকে ২⛎৫ বছরের মধ্যে।
আহত ব্যক্তির নাম বিপ্লব (২০)। ত𝔉াকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্🤪তি করা হয়েছে।
পুলিশ বলছে, দুই বাইকের চালক 🍎আগে য🦂াওয়ার প্রতিযোগিতায় ছিলেন। এ কারণে দুর্ঘটনাটি ঘটে।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, রাতে ঝিনাইদহ থেকে ৮-১০টি মোটরসাইকেলে করে দ্রুতগতিতে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন একদল তরুণ। বটতৈল এলাকায় পৌঁছালে হঠাৎ দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে 💮ঘ🌺টনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।