খুলনায় বিএনপির এক নেতা ও তার সহযোগীকে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিএল কলেজের দꦆ্বিতীয় গেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন বিএল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক রিয়াজ শাহেদ ও তার সহযোগী রফিক। বর্তমানে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনꦜ।
আহত রিয়াজ শাহেদের স্বজনরা জানান, তাকে হত্যা করার উদ্দেশ্যে গ🎉ুলি করা হয়েছে। কাꦺরা গুলি করেছে সেটা তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেননি তিনি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, “আমরা গুলির ঘটনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে চলে যাই। সেখান থেকে ৪টি গুলির খোসা জব্দ করা হয়। একটি নম্বরবিহীন সাদা প্রাইভেট কা𒐪রে থাকা দুর্বৃত্তরা হামলা করেছে।”