ভারতীয় মদের চালানসহ আটক ১

সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২২, ০৩:০৭ পিএম

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ভারতীয়𒁏 মদের চালানসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। আটক ব্যবসায়ীর নাম মো. রহমত আলী।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার সালোকাবাদ ইউনিয়নের বাগবের গ্রাম থেক�♛�ে তাকে আটক করা হয়।

আটক রহমত আলী উপজেলার সালোকাবাদ ইউনিয়নের বাগবের গ্রামের মো. শহীদ মিয়ার ছে☂লে।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, সোমবার সকালে উপজেলার সালোকাবাদ ইউনিয়ন পরিষদের বাঘবের গ্রামে রহমত আলীর বাড়ি থেক༺ে ৫৩ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ জব্দ করা হয়। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

সুনামগঞ্জ জেলা গোয়ꦺেন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর🃏 জানান, এএসআই মোজাম্মেল বাদী হয়ে বিশ্বম্ভরপুর থানা মামলা করেছেন।