বাসচাপায় প্রাণ গেল নারীসহ দুইজনের

বগুড়া প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২২, ০৬:৫৫ পিএম

বগুড়ায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী শাকিল আহম্🅠মেদ (২২) ও অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন🧸।

রোববার (৪ সেপ্টেম্বর) বগুড়া-রংপুর মহাসড়কে শিবগঞ্জের রহবল বন্দরে দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা 🌊ঘটে।

নিহতরা হলেন, শাকিল উপজেলার কিচক ইউনিয়নের কম𒅌লিহার গ্রামের আব্দুল মজিদের ছেলে।  অজ্ঞাত তরুণীর বয়স ২০ বছরের হবে বলে জানিয়েছে পুলিশ।

আটক হওয়া বাসচাౠলকের নাম আলামিন। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুরের মশিপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, রোবববার দুপুরে সেনা সদস্য শাকিল ও অজ্ঞাত মেয়ে গোবিন্দগঞ্জের দিকে মোটরসাইকেলে (বাইক) করে যাচ্ছিলেন। আর বিপর෴ীত দিক থেকে পাবনার উদ্দেশে একটি বাস আসছিল। পথে রহবল এলাকায় এলꦕে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেল। এতে ঘটনাস্থলেই শাকিল ও অজ্ঞাত নারী মারা যান।

বিষয়ট🧔ি নিশ্চিত করেছেন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্🍸শক (এসআই) মনোয়ারুল ইসলাম। তিনি বলেন, “এ ঘটনা হাইওয়ে পুলিশের। এ জন্য আটক বাস চালক ও মরদেহ তাদের হেফাজতে রয়েছে।”

এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা ওসি আমিনুল ইসলাম বলেন, “দুর্꧋ঘটনায় নিহতদের মরদেহ গোবিন্দগঞ্জে নিয়ে আসা হয়েছে। আর পুলিশ বগুড়া সদরের মাটিডালী এলাকা থেকে চালকসহ বাসটি জব্দ করেছে। বাসটিও থানায় আনা হয়েছে।