সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের বকচরা এলাকা থেকে ইয়াছিন আলী (৩৮) নামের𒐪 এক চা বিক্রেতার মস্তক বিহীন মরদেহ উদ্ধারের দীর্ঘ ৫ দিন পর এই হত্যাকাণ্ডের প্রধান আসামি জাকির হোসেনকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব-৬।
রোববার (৪ সেপ্টেম্বার) ভোরে꧙ সাতক্ষীরা শহরের আলীপুর এলাকা থেকে💃 জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাকির হোসেন খুলনা শহরের বাচ্চু শেখের ছেলে। তিনি সাতক্ষীরা শহরের গড়েরকান্দা এলাকার বিবাহ করে দীর্ঘদিন ধরে সেখানেই বসবাস করে আ𒉰সছিল।
র্যাব-৬ সাতক্ষীরা আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-৬ খুলনার অধিনায়ক লে. কর্নেল মো𒁏স্তাক মোর্শেদ জানান, চা বিক্রেতা ইয়াছিন আলীর হত্যাকারী জাকির হোসেন সাতক্ষীরা জেলার সদর থানাধীন আলীপুর এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার কর💃া হয়। তার দেওয়া তথ্য মতে সাতক্ষীরা বাইপাস সড়কের লেকভিউ সংলগ্ন একটি ব্রিজের নিচ থেকে নিহত ইয়াছিন আলীর খণ্ডিত মস্তক উদ্ধার করা হয়।