মাছ ধরার সময় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩০, ২০২২, ০২:৩৪ পিএম

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শালদিঘা হাওরে ♕মাছ ধরার সময় বজ্র✱পাতে খোকন মিয়া (৪৫) ও ঝিলন মিয়া (৩২) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ভাই আহত হয়েছেন।

মঙ্গলবার (ꦫ৩০ আগস্ট) স🐓কালে ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজুড়া গ্রামের ঘটনা ঘটে।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজুড়া গ্রামের তিন ভাই সকালে নৌকা নিয়ে হাওরে মাছ ধরতে যান। একপর্যায়ে বজ্রপাতে দুই ভাই ঘটনাস্থলে মারা যান। আরেক ভাই আহত হন। পরে এলাকাবাসী নিহতꦰদের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

ধর্মপাশা থানার ভারপ𒀰্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, হাওরে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে দুই ভাই মারা গেছেন।