সাতক্ষী𓄧রার কলারোয়ায় ২০০২ সালে তৎকালীন বিরোধী দলের নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে ꦦহামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি জাভিদ রায়হান লাকী (৪৫) মারা গেছেন।
তিনি শনিবার (২৭ আগস্ট) ভোররাতে কারা হেফাজতে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপা🃏তালে চিকিৎসা🦂ধীন অবস্থায় মারা যান।
জাভিদ রায়হান লাকীꦚ কলারোয়া পৌর যুবদলের সাবেক আহ্বায়ক।
সাতক্ষীরা কারাগারের জেলার মামুনুর রশিদ জানান, শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় ৪ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত আসাম🐼ি হিসেবে কারাগারে ছিলেন জাভিদ রায়হান লাকী। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তাকে ২৪ অক্টোবর সামেক হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে দুই দফায় খুলনা মে⛄ডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল তাকে।
সামেক হাসপাতালের আবাসিক চিকিৎসা♛ কর্মকর্তা আল আহমেদ আল মাসুদ জানান, লাকী ডায়াবেটিস ও ফুসফুসের ইনফেকশনসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।