মান্দায় বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৬, ২০২২, ০৩:৪৭ পিএম

নওগাঁর মান্দায় নারী শিশু নির্যাতনের মামলাসহ বিভিন্ন মামলার ৮ আসামিকে গ্রেপ্তার ক🎀রেছে পুলিশ।  

শুক্রবার (২৬ আগস্ট) ভোর ও সকালেඣ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েꦫ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন সাইদুর রহমান (৫০), শাহীন আলম (২♚৩), শামীম ইসলাম (৩২), রাজু মণ্ডল (১৯), মোফাজ্জল হোসেন (২৬), সাগর আলী রুবেল (২৮), আতিকুর রহমান (৩꧟৫) ও আব্দুল হাকিম (৪৫)।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, গ্রেপ্তারদের শুক্রবার দুপুর আ𒆙ড়াইটার দিকে নওগাঁ জেলহাজতে পাঠা💜নো হয়েছে।