কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু হয়েছে। এ স𝔉ময় আহত হয়েছেন আরও তিনজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে উ🌊পজেলার রেলওয়ে পাওয়ার হাউস হরিজন কলোনিতে এ ঘটনা ঘটে।
বিষয়টি 🐎নিশ্🐠চিত করেছেন ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) রাজিব আহমেদ।
মৃতরা হলেন দেব কুমার🐻, মিলন লাল ও মোবারক। ত♋াদের মধ্যে দেব কুমার ও মিলন লাল চাচাতো ভাই। আর মোবারকের বাড়ি সুনামগঞ্জে।
আহত তি𓃲নজন হলেন আবদুল্লাহ, সকাল ও স🍌ানি। আহতরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন।