দিনের পর দিন স্বামীর হাতে নির্যাত🔯নের শিকার হচ্ছেন এক সন্তানের জননী আকলিমা নামের এক গৃহবধূ। এর প্রতিবাদে গৃহবধূর স্বামী আব্দুর রাღজ্জাক মৃধা বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ও গ্রামবাসী।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে জেলার🌳 মান্দা উপজেলার করাতিপাড়া গ্রামে এই মানবব꧟ন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বুলবুল হোসেন, এনামুল হক করাতি, কাকোলি 🍨আক্তার ও ভুক্তভোগী আকলিমা।
রাজ্জাক ও আকলিমার মধ্যে ১২ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন ভালেই চলে আব্দুর রাজ্জাক ও আকলিমার সংসার। একটি সন্তান হওয়ার পর থেকে তার স্🐭বামী তাকে প্রায় মারধর করে যৌতুকেরꦺ জন্য। দিনের পর দিন নির্যাতন সহ্য না করতে পেরে মানববন্ধনের মাধ্যমে যৌতুকলোভী আব্দুর রাজ্জাকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান গ্রামবাসী।