ঝুট কাপড়ের গুদাম ও কলোনিতে আগুন

চট্টগ্রাম প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২১, ২০২২, ০৮:৩৭ পিএম

চট্টগ্রামে একটি ঝুট কাপড়ের গুদাম এবং কলোনিতে আগুনের൩ ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রဣণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

রোববার (২১ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দি⛄কে ডবলমুরিং 🍷থানার সিডিএ ২০ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর𝓰্মকর্তা মো. এনামুল হক জানান, একটি টিনশেড ঘরের কলোনি এবং একটি ঝুট কাপড়ের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। তবে আগুনের সূত্রপাত এখনও যায়নি।