তিন ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২০, ২০২২, ০৪:৪৫ পিএম

পেট্রল ও ডিজেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জে তিনটি ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষ🥀ণ অধিদপ্তর।

শনিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার কয়েকটি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধ🤡িদপ্তরের গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস ছালাম।

এসময় 🍰পৌরশহরের সুন্দরগঞ্জ ফিলিং স্টেশন ও করিম অ্যান্ড সন্স ফিলিং স্টেশনকে এক লাখ টাকা করে ও উপজেলার বামনডাঙ্গ💮া ইউনিয়নের বামনডাঙ্গা ফিলিং স্টেশনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন গাইবা൩ন্ধা কৃষি বꦆিপণন অধিদপ্তরের জেলা কৃষি বিপণন কর্মকর্তা (মাঠ ও বাজার পরিদর্শক) শাহ্ মোয়াজ্জেম হোসেন ও জেলা পুলিশের একটি টিম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস ছালাম বলেন, “পরিমাপে কম দেওয়ার অভিযোগ পেয়ে কয়েকটি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এতে পেট্রল ও ডিজেল পরিমাপে কম দেওয়ার সত্যতা পাওয়ায় তিনটি ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা করে জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।”