স্কুলের গেট ভেঙে শিশু শিক্ষার্থী নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১০, ২০২২, ১২:০৪ পিএম

খাগড়াছড়িতে একটি প্রাথমিক ব👍িদ্যালয়ের গেট ভেঙে শ্রাবণ দেওয়ান (৫) নামের 🍒এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ আগস্ট) সকাল ৯টার দিকে সদඣর উপজেলার খবং পড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যাꦬলয়ে এ ঘটনা ঘটে।

শ্রাবণ সদর উপজেলার নারা🐼ন খাইয়া পাড়ার প্রণয় দেওয়ানের ছেলে। সে প্রাথমিকের ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মায়ের সঙ্গে স্কুলে আসে শ্রাবণ। স্কুলে ঢোকার সময় হঠাৎ গেট ভেঙে তার ওপর পড়ে। এতে মারাত্মকভাবে আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে হাসপাতꦑালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস🔯ক মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিওশ্চিত করে বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ সুরতহাল করে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি।”