অটোরিকশার ধাক্কায় মা নিহত, মেয়ে আহত

লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৭, ২০২২, ০৮:৫১ পিএম

ননদের বাড়ি থেকে শিশুকন্যাকཧে নিয়ে নিজেদের বাড়িতে যাওয়ার পথে সিএনজিচালিত অটেরিকশার ধাক্কায় প্রাণ হারিয়েছেন মুন্নি আক্তার (৩০) নামে এক নারী। এ সময় আহত হয়েছে তার চার বছর বয়সী শিশু কন্যা ফাতেমা আক্তার। তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

রোববার (৭ আগস্ট) বিকেলে সদর উপজে🍸লার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

ম🍌ুন্নি নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের বালিয়াদা গ্রামের মো. সাহাব উদ্দিনের স্ত্রী।

মুন্নির ননদ নয়ন আক্তার জানান, শনিবার সকালে তার ভাবি মুন্নি মেয়ে ফাতেমাকে নিয়ে তাদের বাড়ি চন্দ্রগঞ্জে বেড়াতে আসেন। বিকেলে ওই বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে যাওয়ার সময় চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে রাস্তা পারাপারের সময় বেপোরোয়া গতির একটি অটোরিকশা এসে তাদের ধাক্কা দেয়। এতে মুন্নি ও তার মেয়ে ফাতেমা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হ🅰াসপাতালে নেওয়ার পথেই মারা যান মুন্নি। আহত শিশু ফাতেমাকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক উজ্জ্বল হোসেন বলেন, অটোরিকশার ধাক্কায় এক নারী নিহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে গিয়ে নিহতের স্বজনদের সঙ্গে কথা বꦦলেছি। পরিবারের ඣসিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অটোরিকশাটি স্থানীয়দের সহযোগিতায় জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।