পাবনার চাটমোহর উপজেলার কচুগাড়ির ছাইকোল🦩া বিলে পাট কাটার সময়ে বজ্রཧপাতে দুই কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৩১ জুলাই) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কচুগাড়ি পশ্চিমপাড়ার শওকত আলীর ছেলে সাইফুল ইসলাম (৪২) ও মফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে রেজাউল ইসলাম (৩৮)৷ এ সময় আটলংকা⛄ নতুনপাড়া গ্রামের আফতাব হোসেনের প্রায় দুই লাখ টাকার একটি গরু বজ্রপাতে মারা যায়।
ফৈলজানা ইউনিয়নের ১ 𝓀নম্বর ওয়া♒র্ড ইউপি সদস্য মিনহাজুল ইসলাম নান্নু এ তথ্য নিশ্চিত করেছেন।
মিনহাজুল ইসলাম নান্নু বলেন, সাইফুল ও রেজাউল সকালে কচুগাড়ির ছাইকোলা বিলের মধ্যে পাট কাটতে যান। দুপুরে ♎মুষলধারে বৃষ্টি শুরু ꦗহলে বজ্রপাত হয়। এ সময় দুজন ঘটনাস্থলেই মারা যান।