মাগুরায় পৃথকꦓ বজ্রপাতে মাহফুজা খাতুন (১৬) ও রামানন্দ বিশ্বাস (৪৮) না🃏মের দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার (২২ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে।
নিহত মাহফুজা মাগুরা সদরের দক্ষিণꦓ মির্জাপুর দুলাল মোল্লার মেয়ে। তিনি স্থানীয় দক্ষিণ মির্জাপুর মাধ্যমিক বিদ্যা🐲লয়ের এসএসসি পরিক্ষার্থী ছিলেন। অন্যদিকে নিহত রামানন্দ গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার বাসিন্দা। মৌসুমী কৃষি শ্রমিক হিসেবে কাজ করতে কয়েকদিন আগে তিনি মাগুরায় আসেন।
মাগুরা সদরের হাজীপুর 🏅পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কাজী রিপন জানান, স্থানীয় মাঠে গরু আনতে গিয়ে শুক্রবার দুপুরে বৃষ্টির সময় বজ্রপাতের𒅌 শিকার হয়ে মারা যান মাহফুজা।
অন্যদিকে মাগুরা সদর থানার অফিসার ইন চার্জ ( ওসি) নাসির উদ্দিন জানান, মাগুরা সদরের কুচিয়ামোড়া ইউনিয়নের নতুন গ্রামে দুপুরে মাঠে কৃষি কাজ করার সময় বজ্রপাতে নিহ﷽ত হন রামানন্দ রামানন্দ বিশ্বাস। এ সময় আরও চার কৃষি শ্রমিক আহত হয়েছেন। তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।