নিকলী হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২২, ২০২২, ০২:৩২ পিএম

কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে আকাশ (২৬) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় হাওরের পানিতে তলিয়ে যান তুহিন (২৫) ও হাসিব (২৬) নামের আরও দুজন। পরে তাদের উদ্ধা🏅র করে ফায়ার সার্ভিস।

শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে নিকলী হাওরের কুর্শা এলাকায় এ ঘটনা ঘটে༺। 

নিহত আকাশের বাড়ি ঢাকায়। জীবিত উদ্ধার তুহিন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মোহাম্মদ আলীর ছেলে ও হাস♍িবের বাড়ি পটুয়াখালী ღজেলায়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আবুজর গিফারী জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নিকলীর হাওরে গোসল করতে নেমে তিন পর্যটক নিখোঁজ হন। খবর পেয়ে নিকলী ফায়ার সার্ভিস ও স্থানীয়রা একজনকে মৃত �ꦬ�ও দুজনকে জীবিত উদ্ধার করেন।

নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ জানান, আহতদে🍸র প্রথমে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।