তুচ্ছ ঘটনায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২২, ২০২২, ১১:৫৯ এএম

💧কিশোরগঞ্জে ♛শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে মুসলিম মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

ব🍎ৃহস্পতিবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টাဣর দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মুসলিম মিয়া ক💫টিয়াদী উপজেলার ব🌠নগ্রাম ইউনিয়নের শিমুয়া নেহারদিয়া (ভটকিলা) এলাকার মনসুর আলীর ছেলে।

আটকরা হলেন সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন꧅ের জালুয়াপাড়া (দপ্তরী কান্দা) এল𓃲াকার মুর্শিদ আলীর ছেলে মালেক (৬০) ও তার ছেলে উজ্জ্বল (৩৫)।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামღ্মদ দাউদ জানান, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া (দপ্তরী কান্দা) ও পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের শিমুয়া নেহারদিয়া (ভটকিলা) গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।