৮ দিন পর মাদ্রাসার ছাত্র লাশ উদ্ধার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৮, ২০২২, ০৯:৫৩ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে ডুবে যাওয়া রাফিদ হাসান মাহির (১৫) লাশ উদ্ধার কর෴েছে নৌ থানা পুলিশ।

সোমবার (১৮জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের সহায়তায় নরসিংদীর রায়পুরা উꦯপজেলা চরবেগমাবাদ এলাকার মাছের ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়।

মাহির ভগ্নীপতি ডা. ইমরান বলেন, “ঘটনার পর থেকে ভৈরবসহ পাশের রায়পুরা উপজেলার গৌরীপুর, আলগীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। আট দিন পর নৌ-পু🅷লিশের সহায়তায় মাহি লাশ উদ্ধার করা হয়।

মাহি ভৈরব সরকারি জিল্লুর মহিলা কলেজ𝔉 রোড এলাকার ব্যবসায়ী নূরুল আমিন মজুমদারের ছেলে।

সে ভৈরব রানী বাজার হাজী জনাব আলী আদর্শ ফোরকানিয়া মাদ্রাসার হাফেজ বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।