মাটিরাঙ্গায় দুই গ্রুপের গোলাগুলি, নিহত ১

খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৮, ২০২২, ১০:৫৫ এএম

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আঞ্চলিক সংগঠন পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ই🍃উপিডিএফ) দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় উত্তম ত্রিপুরꦜা (২৫) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে বিজিবি।

সোমবার (১৮ জুলাই) মাটিরাঙ্গার তাইন্দংয়ের সুকুমার কার্বারীপাড়ায় ইউপিডিএফের প্রসীত গ্রুপ ও গণতান্ত্রিক গ্রুপের🧜 সদস্যদের মধ্যে এ গোলাগুলি হয়।

নিহত উত্তম কুমার ত্রিপুরা স্থানীয় হেডম্যান পাড়ার সুনীল ত্রিপ🦋ুরার ছেলে। তিনি ইউপিডিএফ প্রসী🍌ত গ্রুপের কর্মী ছিলেন বলে জানিয়েছে বিজিবি।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা ঘটনায় নিন্দা জানিয়💦ে বলেন, “সকালে মুখোশধারীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে স্থানীয় যুবক উত্তম কুমারকে হত্যা করে। 🎉এতে আমাদের সংগঠনের এক কর্মী আহত হয়।”

মাটিরাঙ্গা থানার ভারপ্রা꧟প্ত কর্মকর্তা🅷 (ওসি) মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।