২০ লাখ টাকাসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৫, ২০২২, ০৭:৩৩ পিএম

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে🅠 লু﷽কিয়ে রাখা ড্রাম থেকে ২০ লাখ টাকাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

শুক্রবার (১৫ জুলাই) ভোররাতে ജঅভিযান চালিয়ে এসব টাকাসহ ওই রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

꧅আটক নুর বারেক (২৫) নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের ব্লক-বি এর বাসিন্দা মৃত খলিলুর রহমানের ছেল💞ে ৷

বিষয়টি নিশ্চিত করে এপিবিএন -এর অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম জানান, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স  অভিযান পরিচালনা করতে যায়। ওই স্থানে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে রোহিঙ্গা হাজী সুলতানের ঘর হতে কৌশলে একজন লোক দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় তাকে আটক করা হয়। তাকে নিয়ে আই ব্লকের রোহিঙ্গা হাজী সুলতানের ঘর তল্লাশি করা হয়। এসময়  নুর বারেকের দেখানো মতে মাটির ন🐎িচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের ড্রামের ভিতর অবৈধভাবে লুকিয়ে রাখা নগদ ২০ লাখ টাকা জব্দ করা হয়।

▨এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত টাকাসহ আটক বারেককে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তারিকুল ইসলাম।