ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১২, ২০২২, ০৬:৪০ পিএম

খাগড়াছড়ির দীঘিনালায় জীবন ꧅ত্রিপুরা (২৬) নামের এক ইউপিডিএফ কর্মীকে হাত পা বেঁধে গুলি কর♋ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের জারুলছড়ির পাকজ্জাছড়ি নামক গ্রামে এ ঘটনা ঘটে। 
নিহত জীব💫ন ত্রিপুরা রাঙ্গামাটির রাজস্থলী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, “সকালে একদল সন্ত্রাসী জীবন ত্রিপুরাক✅ে ধরে হাত-পা বেঁধে ফেলে। পরে তাকে গুলি করে হত্যা করে।”

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (🌼ওসি) পেয়ার আহম্মদ জানান, এলাকাটি দুর্গম হওয়ায় এখনো ঘটনা সম্পর্কে তিনি অবগত নন।