পীরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২, ২০২২, ০৬:৩৭ পিএম
ফাইল ফটো

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্র♈পাতে রেজওয়ানুল হক ওরফে শুকরু মোহাম্মদ (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২ জুলাই) দুপুর সাড়🍬ে🌠 বারোটার দিকে উপজেলার ২নং কোষারানীগঞ্জ ইউনিয়নের কোষামন্ডল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শুকরু মোহাম্মদ ওই গ্রামের সৈয়দ আলী ওরফে জমির উদ্দিনের ছেলে।&nbs⛎p;

স্থানীয় ♏ইউপি সদস্য শামীম বাদশা জানান, ধান রোপণ করার জন্য বাড়ির পাশে জমি প্রস্তুত করছিল নিহত রেজওয়ানুল হক শুকরু ও তার ভাই মহরুল ইসলাম। জমি প্রস্তুতকালে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে শুকরু মোꦐহাম্মদের মৃত্যু হয়। আহত মহরুল ইসলাম বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন।