রাজবাড়ীর পাংশা উপজে𓂃লার পাট্টা ইউনিয়নের ৬ নম্বর🐟 ওয়ার্ড সদস্য ফয়েজুর রহমানকে (৫০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা নিশ্চিত করেন।
বুধবার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাহের মোর একালায় ঘটনাটি ܫঘটে। তিনি পাট্টা ইউনিয়নের🥂 তেবাড়িয়া এলাকার বাসিন্দা।
পাট্টা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ্বাস জানান, সন্ধ্যার দিকে🐻 ফয়েজ একটি ভ্যানে করে বাহের মোর থেকে তেবাড়িয়া যাচ্ছিলেন। এ সময় ভ্যানে ফয়েজ ও চালকসহ মোট তিনজন ছিলেন। কালুখালী উপজেলার সাওরাইল 🅺ইউনিয়নের কুমড়িরানী এলাকায় পৌঁছালে পাটক্ষেত থেকে কয়েকজন দুর্বৃত্ত উঠে এসে ফয়েজুর রহমানের বুকে বন্দুক দিয়ে গুলি করে। সবার মুখ ঢাকা ছিল বলে কাউকেই শনাক্ত করা যায়নি।
ঘটনাস্থলেই ফয়েজ মারা যায় বলে জানান মুনা বিশ্বাস।
সহকারী পুলဣিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, খবর পয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। কেন এই হꦐত্যাকাণ্ড সেটা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শেষে বলা যাবে।