কুষ্টিয়ার কুমারখালীতে কাভার্ড ভ্যানের ধা꧙ক্কায় মোটরসাইকেল আরোহী এক গৃহবধূ ও তার মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন🅺 আরও একজন।
শুক্রবার (১০ জুন) রাতে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসꦍড়কের কুমারখালীর নদন্দনালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন রিনা খাতুন (৩০) ও মেয়ে জয়া (১১)। এ ঘটনায় রিনার স্বামী আশরাফুলಌ ইসলাম জনি (৩৬) হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জনি তার স্ত্রী ও সন্তানকে নিয়ে💛 মোটরসাইকেলে রাজবাড়ী জেলার পাংশার মাছপাড়া এলাকার শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। পথে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর নদন্দনালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিনা খাতুনের মৃত্যꦓু হয়।
কুমারখালী থানার ভারপ্রꦺাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, “কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যানটি টোলপ্লাজা এলাকা থেকে জব্দ করা হয়েছে।”