বগুড়ার শেরপুরে বিশালপুর ইউনিয়নের সব🎶ুনিয়া 🅠গ্রামে বায়ুনাশক ট্যাবলেট খেয়ে করিম (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (৯ জܫুন) ভোরে চিকিৎসাধীন অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে বুধবার (৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে বায়ুনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন ক♏রিম। তিনি শেরপুর উপজেলা বিশাল🐼পুর ইউনিয়নের সবুনিয়া গ্রামের জুরান আলীর ছেলে।
জানা যায়, করিম দীর্ঘ দিন ধরে পেটের ব্যাথা রোগে ভুগছ♐িলেন। এর ওপর ঋণগ্রস্ত থাকার কারণে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। বেশ কয়েকজন ডাক্তার দেখানোর পরও কোনো ফল পাচ্ছিলেন না। সেই কারণেই রাত সাড়ে ১১টার দিকে বায়ুনাশক ট্যাবলেট খেয়ে ছটফট শুরু করেন এবং বমি করতে থাকেন। এমন অবস্থা দেখে আত্মীয়স্বজন তাকে চিকিৎসার জন্য দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলে👍জ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরের দিকে তিনি মারা যান।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষﷺয়টি নি🐻শ্চিত করে জানান, এ বিষয়ে সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।