মরা গরুর মাংস বিক্রির দায়ে দুজনকে জরিমানা

মাগুরা প্রতিনিধি প্রকাশিত: জুন ৮, ২০২২, ০৬:৩০ পিএম

মাগুরার মহম্মদপুর উপজেলা নহাটা বা🍎জারে অসুস্থ ও মরা গরুর মাংস বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জবাইকৃত অসুস্থ গরুর মাংস জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার দুপুরে নহাটা বাজারꦆে ভ্রাম🙈্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

মহম্মদপুর উপজেল✱া নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অসুস্থ ও মরা গরুর মাংস বিক্রির অপরাধে দুজন মাংস ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন নহাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তৈয়েবুর রহমান তুরাফ ও নহাটা বাজার বণিক সমিতির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পরে জব্দকৃত গরুর মাংস ইউনিয়ন🐲 পরিষদ চেয়ারম্যান স্থানীয়দের সঙ্গে নিয়ে মাটিচাপা দেন।