সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকা𝓡ণ্ডের ঘটনায় আরও দুইজনের মরদেহের অংশবিশেষ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস♔। এ নিয়ে ৪৩ জনের মরদেহ উদ্ধার করা হলো।
মঙ্গলবার (৭ জুন) দুপুর ১টা🐼র দিকে সেগুলো উদ্ধার করা হয়।
গণমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন ফেনী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক পূর্ণไ চন্দ্র মুৎসুদ্দি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ধারণা করা হচ্💃ছে, উদ্ধার হওয়া দুটি লাশের মধ্যে একটি লাশ ফায়ার সার্ভিসের এক কর্মীর ও অপর লাশটি কারখানার নিরাপত্তা প্রহরীর।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের বিভাগীয় উপপরিচালক আনিসুর রহমান বলেꩲন, “উদ্ধার হওয়া মরদেহ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার পর পরিচয় নিশ্চඣিত হওয়া যাবে।
শনিবার (৪ জুন) দিবাগত রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগু꧃ন লাগে।༒ এ ঘটনায় সর্বশেষ তথ্যানুযায়ী এখন পর্যন্ত ৪৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।