নির্বাচন নিয়ে তালবাহানার রেকর্ড আওয়ামী লীগের নেই, এই রেকর্ড বিএনপির আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আꦆলম হানিফ।
শ𒊎ুক্রবার (৩ জুন) সকালে কুষ্টিয়ায়༺ নিজ বাসভবনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেছেন, “বিএনপি দুইবার ক্ষমতায় থেকে ১৯৯৬ ও ২০০৬ সালে তারা শান্তিপূর্ণ বা সাংবিধানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেননি। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তারা নানাভাবে ক্ষমতা আকড়ে রাখার চেষ্টা করেছি🍎ল। পরে জনগণ﷽ের তীব্র আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল।”
বিএনপির সমালোচনা করে মাহবꦏুব উল আলম হানিফ বলেন, “বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত বিএনপি বা মির্জা ফখরুলরা কখনো কোনো ইতিবাচক কথা বলেননি। সব সময় নেতিবাচক কথা বলেছেন। তারা বলে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু তাদের এই কথার মধ্যে✱ও দেশ এগিয়ে যাচ্ছে।”
মাহবুব উল আলম হানিফ বলেন, “সরকারের এতো উন্নয়ন ও কাজের কারণে বিএনপির রাজনীতি শেষ হয়ে যাচ্ছে। আর এই হতাশা থেকে মির্🍬জা ফখরুলরা এ ধরণের 🌌নেতিবাচক কথা বলছেন।”
এ সময় কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্💙য খ💎োকসা, কুমারখালী আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।