জামালপুরের মেলান্দহ𝓀ে বিদ্যুৎস্পৃষ্টে আম গাছের ডালেই জলহক (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (১ জুন) দুপুরে নয়ানগর ইউনিয়নের ম🦩ামা-ভাগꦗিনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই বৃদ্ধ ওই গ্রামের মৃত রহেজ শেখের ছেলে।
স্থানীয়রা জানান, জলহক বেলা পৌনে ২টার দিকে আম গাছে আম পাড়ার জন্য উঠেন। গাছের পাশে থাকা বিদ্যুৎ লাইনের তার ꩵগাছের ডালে🔯 লাগলে বিদ্যুৎস্পৃষ্ঠে সেখানেই মারা যান। পরে খবর পেয়ে মেলান্দহ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাছ থেকে নিহতের লাশ উদ্ধার করে।
মেলান্দহ ফায়෴ার স্টেশনে কর্মকর্তা মো. আব্দুল লতিফ মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে আমরা তার বাড়িতে যাই। যাওয়ার আগেই তার মৃত্যু হয়। পরে গাছ থ💫েকে লাশ উদ্ধার করা হয়।”