আল আরাফাহ ইসলামী এজেন্ট ব্যাংকের উদ্বোধন

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: মে ৩০, ২০২২, ০৬:৩৮ পিএম

নরসিংদী বেলাব 🐷উপজেলার নারায়ণপুর বাজার রোডে আল আরাফাহ ইসলামী ব♐্যাংকের ৬১৮তম আউটলেট এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে।  

সোমবার (৩০ মে) সকাল সাড়ে ১০টায় বেলাব উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মো. শমসের জাম💦ান ভূইয়া লিটন এর 🐼উদ্বোধন করেন।

নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমানের সভাপতিত্ব ও মো. মনির নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আল আরাফাহ🐼 ইসলামী ব্যাংক ভৈরব শাখার ব্যবস্থাপক মো. আনিসুল ইসলাম মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রধান কার্যালয়ের অ্যাক্সিকিউটিভ অফিসার ইকবাল বাহার ও নার♔ায়ণপুর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ কাউসার কাজল।

এ ছাড়াও উপস্থিত ছিলেন- বেলাব আরাফাহ ইসলামী ব্যাংকের ৬১৮তম শাখার প্রো. মো. আবুল কাসেম, নারায়ণপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের মেম্বার আব্দুস সালাম, বাজারের ব্য♋বসায়ীဣরা, সাংবাদিক প্রমুখ।

সম্পূর্ণ শরিয়াহ মোতাবেক পরিচালিত আল আরাফাহ ইসলামী ব্যাংকের গুরুত্বপূর্ণ সেবা সমূহ ও ইসলামী শরিয়াহ অনুযꦆায়ী এর সুবিধা নিয়ে আলোচনা করেন বক্তারা⛦।