খাদ্যবান্ধব কর্মসূচির ৬৫৪ বস্তা চাল জব্দ

রংপুর প্রতিনিধি প্রকাশিত: মে ২৫, ২০২২, ০৭:৫২ পিএম

রংপুর নগরীর আশরতপুরে মিন্টু মিয়া নামে এক ব্যবসায়ীর গোডাউন থেকে ওএমএস এবং সরক⛄ারি খাদ্যবান্ধব কর্মসূচির ৬৫৪ বস্তা চাল জব্দ করেছে জেলা প্রশাসন।

বু🧸ধবার (২৫ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত এ চাল জব্🅰দ করে। এ ঘটনায় অভিযুক্ত মিন্টু মিয়ার বিরুদ্ধে মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট꧋্রেট (রাজস্ব শাখা, ভূমি অধিগ্রহণ শাখা) মো. আমিনুল ইসলাম বলেন, “১০ টাকা♔ কেজি দরে হতদরিদ্রদের মাঝে বরাদ্দকৃত এসব চাল খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছিলেন ব্যবসায়ী মিন্টু মিয়া। আমরা আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা করছি।”

আমিনুল ইসলাম আরো বলেন, “কিছু ব্যবসায়ী ও অসাধু ব্যক্♕তি চাল চুরিতে ব্যস্ত। নানা কারসাজি আর অভিনব পন্থায় গরীবদের জন্য দেওয়া বরাদ্ধকৃত এসব চাল চুরি করছে তারা।”