জাতীয় কর্মপ🌳রিকল্পনায় পার্বত্য চট্টগ্রামের নারীদের জাতিগত ও🐻 ধর্মীয় সহিংসতা থেকে রক্ষায় উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন খাগড়াছড়ির বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা। তারা এই অঞ্চলে যৌন নির্যাতন ও হয়রানি এবং বাল্যবিবাহ প্রতিরোধে সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরো কার্যকর ভূমিকা রাখারও দাবি জানান।
সোমবার খাগড়াছড়ির একটি রেস্টুরেন্টে নারীর শান্তি ও নিরাপত্ত🃏া বিষয়ে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে আয়োজিত জেলাভিত্তিক ডায়ালগ অনুষ্ঠানে এসব দাবি করা হয়। জেলা পর্যায়ের নারী সংগঠন, স্থানীয় পর্যায়ে স্টেইক হোল্ডারদের সক্ষমতা তৈর🐷ির জন্য বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) ও খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি এর আয়োজন করে।
এতে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, ব⭕াংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) সমন্বয়কারী নাসরিন বেগম, খাগড়াপুর মহিলা কল্যাণ ✨সমিতির নির্বাহী পরিচালক সেফালিকা ত্রিপুরাসহ হেডম্যান, কার্বারি, জনপ্রতিনিধি, নারী অধিকার কর্মী ও সাংবাদিকরা অংশ নেন।