ফরিদপুরের সালথা উপজেলায় অভিযান চালিয়ে ৩২০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে ফরিদপুর র্যাব-৮। আটক তিন মাদক কারবারিরা হলেন, উপজেলার সালথা পাড়া এলাকার রাজেক মাতুব্বরের ছেলে টিটুল মাতুব্বর (৩৩), একই উপজেলার পাটপাশা গ্রামের নয়া মুন্সীর ছেলে ফরিদ মুন্সী (২৬) ও শলিয়া গ্রামের অনিল 💎বিশ্বাসের ছেলে♊ পল্লব বিশ্বাস ওরফে কালু (২৮)।
রোববার (৮ মে) দুপুরে উপজেলার সাড়ুকদিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক কারꦦবারিদের আটক করা হয়। এসময় ইয়াবা ছাড়াও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৬টি সিমকার্ডসহ ৩টি মোবাইল ফোন এবং মাদক বিক্রিত ৬ হাজার ৪শ টাকা জব্দ করা হয়।
ফরিদপুর র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. শফিকুল ইসলাম বলেন, “উদ্ধারকৃত মালামা๊লসহ আটক আসামিদের ফরিদপুরের সালথা থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একই থানায় একটি মাদক মামলা করা হয়েছে।