ঈদের ছুটিতে বেড়াতে এসে দেয়াল ধসে প্রাণ গেল শিশুর

চট্টগ্রাম প্রতিনিধি প্রকাশিত: মে ৪, ২০২২, ০২:৪২ পিএম

ঈদের ছুটিতে চট্টগ্রাম নগরীতে মামার বাড়ি বেড়াতে এসে দেয়াল ধসে প্রাণ গেছে রুদ্র দাশ (৫) নামের এক শিশুর। নগরের আকবর শাহ থান𓆏ার ছোট কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছত্তরপাড়ায়। 

মঙ্গ🤪লবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তারা হলেন প্রি✨য়সী দাশ (২২) ও তার মা লাকী দাশ (৫০)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, আকবর শাহ থানার ছোট কালীবাড়ির মুখসংলগ্ন বড়দা বিশ্বাস সಞড়কের দাশবাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রবাসী শ্যামল দাশের মালিকানাধীন পুরোনো আধা পাকা ঘরের একটি কক্ষের দেয়াল ধসে পড়ে। এতে ওই কক্ষের ভাড়াটেরা হতাহত হন।

আকবর শাহ থানার উপপরিদর🐬্শক (এসআই) টিটু নাথ বলেন💃, “নিহত রুদ্র তার মায়ের সঙ্গে ঈদের ছুটিতে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। রাতে দেয়াল ধসের পর বাকি তিনটি ঘরের বাসিন্দাদের অন্যত্র চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।”

বিষয়টি নিশ্চিত করে আকব🥂র শাহ থানার পরিদর্শক (তদন্ত) সাকের আহমেদ বলেন, “ঘরটি জরাজীর্ণ হয়ে পড়েছিল। এ কারণে দেয়াল ধসে পড়ে। এতে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। আহত দুজন শিশুটির আত্মীয়। তবে ওই কক্ষে শিশুটির মা প্রিয়াংকা দাশ থাকলেও তিনি আহত হননি। বাবা সুকুমার দাশ বাড়িতে ছিলেন না।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত ꦛসদস্যরা জানান, ঘটনায় আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখন তারা সুস্থ আছেন।