গাইবান্ধার সুন൲্দরগঞ্জ উপজেলায় হাসি (১৬) ও খুশি (১৪) নামে আ𒊎পন দুই বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
র⛄োববার (🧸১ মে) বিকেলে উপজেলার হরিপুর ইউনিয়নের সাদুয়ার চরের তিস্তা নদীর ধার থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। মৃতরা উপজেলার হরিপুর ইউনিয়নের পানি চরিতাবাড়ি গ্রামের হামিদ মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানায়, সকালে নদীর পাশে দুটি লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ লাশ দুটো উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে কীভাবে তারা ﷽মারা গেছে তা কারো জানা নেই।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, “স্থানীয়দের মাধ্যমে জানতে🍬 পারি হরিপুর ইউনিয়নের সাদুয়ার চরের তিস্তা নদীর ধারে দুটি লাশ ভেসে আস𒁏ছে। পরে ঘটনাস্থল থেকে লাশ দুটো উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মৃতদের নাম হাসি ও খুশি বলে জানা গেছে। তবে কী কারণে এবং কীভাবে তারা মারা গেছে, সেটা তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত বলা যাবে।”