ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে জেলহাজতে নারী!

মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২২, ০৯:২৭ এএম

মানিকগঞ্জের শিবালয়ে ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়ে জেলহাজতে যেতে হলো রুনা আক্তার নামের এক নারীকে। তার বিরুদ্ধে অভিযোগ অন্তঃসত্ত্বা এক নারী☂কে মারধর করেছেন তিনি।

মারধরের শিকার ওই নারীর নাম শিখা আক্তার (২৭)। মঙ্গলবার (২৬ এপ্রিল) ওই নারীর স্বামী সুরুজ্জামান সুমন বাদী হয়ে শিবালয় থানায় একটি মাম🐼লা করেছেন।

মামলার প🅷র আসামি রুনা খন্দকারকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।

অভিযুক্ত রুনা উপজেলার ছোট বোয়ালী 🐷গ্রামের হারুন অর র♓শিদ জুয়েলের স্ত্রী।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার শিবালয় নতুন পাড়ার শিখা আক্তারকে পার্শ্ববর্তী রুনা খন্দকার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। বিষয়টি নিয়ে রুনাকে গালমন্দ করেন শিখা। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার সকালে শিখার বাড়ি ঢুকে তাকে মারধর করেন রুনা। আহত শিখাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্বজনরা। অবস্থার অবনতি হলে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করﷺা হয়।

শিবালꩵয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, “এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী থানায় একটি মামলা করেছেন। আসামি রুনা খন্দকারকে গ্রেপ্ত▨ার করে জেলহাজতে পাঠানো হয়েছে।”