সেন্ট মার্টিনে ধরা পড়ল ১৫০ কেজি ওজনের ভোল মাছ

কক্সবাজার প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২২, ০১:৫০ পিএম

টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে জেলের জালে ধরা পড়েছে ১৫০ কে🐻জি ওজনের♌ একটি ভোল মাছ।

স্থানীয় ব্যবসায়ী মাহবুব খান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (২৩ এ🐻প্রিল) সকালে স্থানীয় জেলে রশিদ মাঝির জালে মাছটি ধরা পড়ে। মাছটি ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

জেলে রশিদ মাঝি বলেন, “আমার জালে দেড়শ কেজি ওজনের ভোল মাছ ধরা পড়ছেಞ। ঈদের খরচ হিসেবে আল্লাহ মাছটি ধরার সৌভাগ্য আমাকে দিয়েছেন।”

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসাইন জানান, মৎস্য আহরণ বন্ধের নির্দেশনা মেনে চলার কা🐻রণে সাগরের মৎস্য সম্পদ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি মাছও বড় হয়েছে। সম্প্রতি টেকনাফ উপকূলে জেলেদের জালে বড় বড় 𒆙মাছ ধরা পড়ছে।