বাস ভাড়ার তালিকা না রাখায় জরিমানা

রংপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২০, ২০২২, ০৭:০৮ পিএম

রংপুর নগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ডে𒉰 অভিযান পরিচালিত করেছে𒐪 ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে না রাখায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২০ এপ্রিল) দুপুরে ঈদযাত্রা ঘিরে কালোবাজারে টিকিট বিক্রি বন্ধসহ যাত্রী হয়রানি রোধে ঢাকা কোচ স্ট্যান্ডের বিভিন্ন কাউন্টারে এ অভিযান পরিচালনা ক🌼রা হয়।

অভিযানে শাহ্ ফতেহ আলী পরিবহন ও সৌখিন ট্রাভেলসের কাউন্টার༒ে যাত্রী পরিবহনে ভাড়ার তালিকা না থাকায় চার হাজার করে আট হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় জরিমানা করা নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের🐈 সঙ্গে কাউন্টারে থাকা কর্মীদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা তর্কাতর্কিতে রূপ নেয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে জরিমানা দিতে বাধ্য হন কাউন্টারকর্মীরা।

এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপ🧸রিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, “ঈদকে সামনে রেখে এই অভিযান পরিচালিত হচ্ছে। নিয়মিত এই অভিযান পরিচালিত হবে।”

শুধু যাত্রী হয়রানি রোধেই নয়, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও অভিযান♔ পরিচ𒆙ালনা করা হচ্ছে বলেও জানান তিনি।