করোনায় গাইনি চিকিৎসকের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ০৭:০৬ পিএম

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনি কন🅰সালট্যান্ট ডা. জাকিয়া রশীদ শাফী (৫০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. খন্দকার সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ডা. জাকিয়া রশীদ শাফী চার দিন আগে করোনায় আক্রান্ত হয়ে ꦰনিজ বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু গত শনিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভেন্টিলেশন সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

ডা. জাকিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানান জেলার সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, “তার (ডা. জাকিয়🅰া) মৃত্যুতে আমরা আরও একজন করোনাযোদ্ধাকে হারালাম।”