খুলনার পাইকগাছা উপজেলায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় ফারিয়া ইয়াসমিন সুমি (১৬) নামের দশম💫 শ্রেণির এক শিক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্♊যা করেছে।
রোববার (২০) মার্চ দুপুরে নিজ ঘরের আড়ায় ওড়নাতে ঝুঁলে আত্মহত্যা করে সুমি। সে💞 পাইকগাছা উপজেলার ধামরাইল গ্রামের আবুল কাসেমের মেয়ে।
মৃতের পারিবারিক সূত্র জানা যায়, মোবඣাইল ফোন কিনে না দেওয়ায় অভিমান করে সু🔯মি ওই ঘটনা ঘটিয়েছে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে ঘটন𒀰াস্থল পরিদর্শন করেছে পুলিশ। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়ন🍎া তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।