পা‌নি‌তে ডু‌বে জমজ দুই বোনের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১২, ২০২২, ০৬:৩৭ পিএম

রাজবাড়ীতে গোয়ালন্দ উপ‌জেলা🍬য় পুকু‌রের পা‌নি‌তে ডু‌বে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া জমজ দু্ই বো‌নের মৃত্যু হ‌য়েছে। তারা হলো টাপুর ও টুপুর (১০)।

শনিবার (১২ মার্চ) বিকেল ৩টার দি‌কে উপ&zw𓆏nj;জেলায় এ ঘটনা ঘ‌টে⭕। নিহত দুই শিশু টাপুর ও টুপু‌র গোয়ালন্দ পৌর ১ নম্বর ইছাক শে‌খের পাড়ার ‌হো‌সেন শে‌খের মে‌য়ে।

নিহত জমজ শিশুর নানি আন্না বেগম বলেন, “ওই জমজ দুই ‌বোন♉ মুনস্টার স্কু‌লের তৃতীয় শ্রেণিতে প‌ড়তো। ও‌দের বাবা-মা‌য়ের ডি‌ভোর্স হ‌য়ে গে‌ছে। সেই সুবা‌ধে তারা আমার বাড়িতে থাক‌তো। তি‌নি উপ‌জেলা রে‌জিস্ট্রি অ‌ফি‌সে কাজ ক‌রেন। আজ তার দুই নাত‌নি তার স‌ঙ্গে আসে। দুপু‌রের আগে তারা ব‌লে উপ‌জেলা প‌রিষ😼‌দের পেছ‌নের থাকা পুকু‌রে গো‌সল কর‌বে। এ সময় তিনি তারা সাঁতার জা‌নে না ব‌লে বাঁধা দেন। কিন্তু তারা ব‌লে এক পা‌শে দাঁ‌ড়ি‌য়ে হাত দি‌য়ে পা‌নি উ‌ঠি‌য়ে গোসল কর‌বে। তি‌নি শা‌রীরিকভা‌বে একটু অসুস্থ হওয়ায় অন্যদের দেখ‌তে ব‌লে ওরা কি করছে। এরপরই জান‌তে পা‌রেন তারা পুকু‌রের পা‌নি‌তে ডু‌বে মারা গে‌ছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্💟রাপ্ত কর্মকর্তা (ও‌সি) স্বপন কুমার মজুমদার এ ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রেন।