মাদকাসক্ত যুবকের লাশ উদ্ধার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৬, ২০২২, ০৩:৫৯ পিএম

নাটোরের বড়াইগ্রামে হিরু প্রামাণিক 😼(৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (৬ মার্চ) সকাল বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার সুতারপার এলাকায় দাড়ির বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।ꦛ 

মরদেহের গলায় গ꧋ামছা ও রশি জড়ানো ছিল। হিরু উপজেলার ধানাইদহ পূর্বপাড়ার বিদ্যুৎ প্রামাণিকের 🐎ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিলের জমিতে কাজ করতে এসে স্থানীয় কৃ꧒ষকরা তার মরদে🔥হ দেখতে পেয়ে অন্যদের জানায়। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু 🌟সিদ্দিক জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়🍬েছে।  হিরু একজন মাদকসেবী এবং বড়াইগ্রাম থানায় তার নামে দুইটি চুরির মামলা রেকর্ডভুক্ত রয়েছে।