সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে দুই জেলেকে আটক করেছে🐬 বনবিভাগের সদস্যরা।
শুক্রবার ভোর ৬টার দিকে সুন্দরবনের বঙ্গোপস𒐪াগর সংলগ্ন পুটনির দ্বীপ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক দুই জেলে 🔯হলেন বাগেরহাটের মোংলা থানার চাঁদপাই গ্রামের জুলিফিকার আলী ও মিরাজ হো🔯সেন।
বনবিভাগ জানায়, বনবিভাগের স্মার্ট পেট্রোল টিমের প্রধান মুন্সিগঞ্জ স্টেশন অফিসার (এসও) জিয়াউর রহমানের নেতৃত্বে একদল সদস্যরা সুন্দরবনের বঙ্গোপসাগর সংলগ্ন পুটনির দ্বীপ এলাক🥀ায় অভিযান চালিয়ে উক্ত দুই জেলেকে আটক করে। এ সময় জব্দ করা হয় দুই লিটার বিষ, ট্রলার, জাল ও ১০০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম এ হাসান বলেন, “স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা সুন্দরবনে নিরাপত্তা টহল দেওয়ার সময় নদীতে বিষ দিয়ে মাছ ধরার সময় সরঞ্জামসহ উক্ত দুই জেলেকে আটক করেন। আট🗹ক জেলেদের বিরুদ্ধে বনআইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।”