গণটিকা নিতে গিয়ে রেলিং ভেঙে আহত ৮ নারী

ভোলা প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২২, ০৭:২১ পিএম

ভোলার লালমোহনে করোনার প্রথম ডোজের টিকা💫 দিতে এসে দোতলা ভবনের রেলিং ভেঙে পরে ৮ নারী আহত হয়েছেন।&🥂nbsp;

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কালমা ইউ🍃নিয়ন পরিষদের জরাজীর্ণ ভবনের দ্বিতীয় তলায় টিকা দেওয়ার জন্য মানুষ লাইনে দাঁড়ায়।

আজ প𒀰্রথম ডোজ দেওয়ার শেষদিন এই ভেবে টিকাগ্রহণকারীদের 🌟সংখ্যা বেড়ে যায়, এ সময় মানুষের চাপে রেলিং ভেঙে পরে।

আহতরা হলেন রিজিয়া বেগম (৭০), সীমা আক্তার (২৮), পারুল বেগম (৬০), ফরিদা ইয়ামিন (৫৬), জুলেখা বিবি♒ (৬০), মিনারা বেগম (৪৯), পারভিন বেগম (৪০) ও রোকসানা বেগম (৩৬)।

এলাকাবাসী জানান, গণটিকার কেন্দ্র হওয়ায় ওই ইউনিয়ন পরিষদ ভবনে সকাল থেকে বিভিন্ন বয়সী নারী꧙-পুরুষ টিকা নিতে আসেন। এ সময় টিকা প্রত্যাশীদের ভিড়ে ভবনের রেলিং ভেঙে আটজন আহত হন। 

এ বিষয়ে লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা বলেন, “জরাজীর্ণ ভবনের কারণে দুর্ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে আহতদের চিকিৎসার দায়িত্ব উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে।”