সড়কে প্রাণ ঝরল একই পরিবারের ৩ জনের

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২০, ২০২১, ০৯:৩০ এএম

রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনা⛄য় বাবা-সন্তানসহ একই প‌রিবা‌রের ৩ জন নিহত হয়েছেন।

সোমবার (১৯ জুলাই) রাত ১২টার দি‌কে উপজে﷽লার কলেজ মোড় এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে🐬 এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হ‌লেন- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরমাহেন্দ্রপুর গ্রামের বাসিন্দা ইসহাক শেখ (৩৫), তার মেয়ে শিখা খাতুন (১০) ও ছেলে আব্দুল মা‌লেক (৫)। এ ঘটনায় গুরুতর আহত হয়ে ইসহাকের স্ত্রী হাসপাতা‌লে ভ‌র্তি র‌য়ে&zwnj🥃;ছেন।

পুলি🗹শ জানায়, নিহত ইসহাক শেখ ঢাকার সাভা‌রের এক‌ পোশাক কারখানায় কাজ𓂃 কর‌তেন।

পাংশা হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত আলী জানান, রাজবাড়ী-🐻কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে একটি গাড়ির সঙ্গে মাহেন্দ্র গাড়ির সংঘর্ষ হয়। এ সময় মাহেন্দ্র গাড়ির যাত্রীরা নিহত হন।

ঘাতক গাড়িটিকে আটক করা যায়নি। নিহতদের মরদেহ �ꦑ�স্বজনদের কাছে হস্তান্তের করা হয়েছে বলেও জানান ওসি।