প্রতিপক্ষের করা মামলায় আদাল👍ত থেকে জামিনে বের হওয়ার পর প্রকাশ্যে খুন হয়েছেন জুলহাস (৩৫) নামের এক যুবক।&nbs𒉰p;
বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মানিকগঞ্জের সিং✃গাইর উপজেলার জয়মন্টপ নতুন বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
এদিকে খুনের ঘটনায় জড়িত মুজিবুর রহমান (৭০) নামের একজন🔯কে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।
নিহত জুলহাস জয়মন্টপ ইউনিয়নের ফকির পাড়া গ্রামের মৃত মো. নওয়াব আলীর ছে🦩লে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১৬ ডিসেম্বর জুলহাস ও বেপারী পাড়া গ্রামের মজিবুরের ছেলে দুলালের পরিবারের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই দিন বিকেলে জুলহাসের পরিবারের লোকজন জয়মন্টপ উচ্চবিদ্যালয়ের গেটের সামনে দুলালকে মারধর করে। এতে দুলালের বাবা মজিবুর বাদী হয়ে জুলহাসসহ ৯ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় জুলহাস বুধবার (১২ জানুয়ারি) জামিনে এসে সন্ধ্যায় জয়মন্টপ নতুন বাসস্ট্যান্ডে চা খেতে গেলে দুলালের নেতৃত্বে ৮-১০ জন তাকে কুপিয়ে ♍আহত করে। পরে আহত জুলহাসকে সাভার এনাম মেডিক꧑েল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের দাবি, খুনিরা পরিকল্পিতভাবে জুলহাসকে কুপিয়ে হত্যা করে। এ সময় জুলহাসের সঙ্গে থাকা বাটি গ্রামের মো. শহিদুল ইসলাম খোকনকেও পিটিয়ে♑ মারাত্মক আহত করা হয়। এরপর তারা ভাকুম ব্যাঙ্গা মার্কেটে জুলহাসের আত্ꦕমীয় আলমগীরের ওপর হামলা চালিয়ে তাকেও আহত করে।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যা বলেন, “ঘটনার সঙ্গে জড়িত মজিবুর নামে একজনকে আটক করা🌳 হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।”