ফিরে দেখা ২০২১ 

নানা ঘটনায় আলোচিত-সমালোচিত পাবনা

আরিফ আহমেদ সিদ্দিকী, পাবনা প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২, ১০:৫৩ এএম

পাবনায় সদ্য বিদায়ী বছরে হত্যা, খুন, ধর্ষণ, বলাৎকার, আত্মহত্যা, পারিবারিক, রাজনৈতিক সংঘাত, সংঘর্ষ, নির্বাচনী সহিংসতার বলি, জেলা পুলিশের কৃতিত্ব, পুলিশের আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, পাবিপ্রবি’র শিক্ষকদের গবেষণাপত্র নিয়ে চৌর্যবৃত্তি, প্রধানমন্ত্রীর রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে নিউক্লিয়ার রিঅ্যাক্টর ভেসাল স্থাপন কাজের উদ্বোধন, চুল্লিপাত্র বসানো ও সকল ইউনিটে বাষ্প জেনারেটর স্থাপন, আওয়ামী লীগ-ꦍবিএনপির সংঘর্ষ, সড়ক দুর্ঘটনায় মৃত্যু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণ শ্রমিকদের মৃত্যু, সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটꦓাল নিরাপত্তা আইনে মামলা, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে এমপিদের এলাকা ছাড়ার অনুরোধপত্রসহ নানা ঘটনায় আলোচিত সমালোচিত হয়েছে।   

বছরের ৩ জানুয়ারিতে ঈশ্বরদীর লালনশাহ সেতুর গোলচত্বরে নসিমন উল্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দুই শ্রমিক নিহত হন। ৬ জানুয়ারি আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের পাটেশ্বর গ্রামে একটি সরিষা ক্ষেতে আকরাম আলী (৪০) নামে এক ঠিকাদারকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ৮ জানুয়ারি চাটমোহর উপজেলায় বাকপ্রতিবন্ধী এক শিশুকে (১২) বলাৎকারের অভিযোগে সত্য নারায়ণ সরকার (৬৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। একই দিনে জেলার ফরিদপুর উপজেলা প্রেসক্লাবের সাইনবোর্ড ভাঙচুর করেন ফরিদপুর সরকারি মোহাম্মদ ༺ইয়াছিন ডিগ্রি (অনার্স) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব হোসেনসহ ১০/১২ জন। 

১৩ জানুয়ারি পাবন🗹ার সাঁথিয়া পৌর নির্বাচনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি পাবনা-১ আসনের এমপি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকুর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিඣযোগে পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতারা।

২৮ জানুয়ারি নির্বাচনের ভোটগ্রহণের দুদিন আগে সীমানা জটিলতার কারণ দেখিয়ে পাবনার সুজানগর পৌরসভার নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। ৩০ জান♚ুযারি পাবনা পৌরসভা নির্বা🐈চনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আলী মুর্তজা বিশ্বাস সনিকে পরাজিত করে বিদ্রোহী প্রার্থী শরীফ উদ্দিন প্রধান মেয়র নির্বাচিত হন। এ ঘটনাটি ছিল পাবনার জন্য সবচেয়ে আলোচিত। 

১ ফেব্রুয়ারি সুজানগর উপজেলার চরদুলাই দক্ষিণপাড়া মোল্লাবাড়ির নির্মাণাধীন মসজিদের মাটি খোঁড়ার সময় পাওয়া যায় পাঁচটি হ্যান্ড গ্রেনেড। ৪ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের সাথে এক বৈঠকে পাবনায় প্রথম করোনা ভাইরাসের টিকা গ্রহণের কথা ঘোষণা করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স। পরে তিনি পাবনা জেনারেল হাসপাতাল টিকা কেন্দ্র থেকে এই ট꧙িকা নিয়ে আনুষ্ঠানিত টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। নড়াইল থেকে পাবনায় বদলি হয়ে আসেন সিভিল সার্জন ডা. মো. আব্দুল মোমেন। যোগদানের ১৫ দিনের মাথায়, অর্থাৎ ৪ ফেব্রুয়ারি তিনি পাবনা শহরের তাঁতী সমবায় মার্কেটে গোপন বৈঠক করেন জেলার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সঙ্গে। 

২৬ ফেব্রুয়ারি পাবনার তালিকাভুক্ত একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা ভানু নেছা (৮১) মারা যান। এদিন তাকে সাঁথিয়ার নন্দনপুর তেথুঁলিয়া গ্রামে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়। ২৭ ফেব্রুয়ারি এক যুগ পর কাজিরহাট-আরিচা রুটে ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন 🍌করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী স্বপন। 

৮ মার্চ বেড়া বেড়া উপজেলার নাটিয়াবাড়ি এলাকার আলমের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র তৈরির কাღরখানার সন্ধান পায় পুলিশ। এ সময় পুলিশ ওই বাড়ি থেকে পিস্তল, রিভলভার ও দুটি দেশি শটগানসহ দুইজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা স্থানীয় সাবেক সংসদ সদস্যের আত্মীয় বলে ওই সময়ে পুলিশ নিশ্চিত করে। 

৯ মার্চ পাবনা শহরের শালগাড়িয়ায় হালিমা ক্লিনিকের পাশেꩵ অপসোনিন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের গোডাউনে ভয়াবহ আগুন লাগে। আগুনে ভেতরে থাকা সব ওষুধ পুড়ে ছাই🧔 হয়ে যায়। 

১৩ মার্চ ঈশ্বরদীর🉐 রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ ও ২ ইউনিটের টার্বাইন আইল্যান্ডের জন্য ১২টি হাই প্রেশার ভালভ সম্বলিত এক সেট সরঞ্জাম পাঠায় রাশিয়া। জেএসসি এইএম টেকনোলজির পেটরোজডস্কম্যাচ শাখা থেকে এসব সরঞ্জাম পাঠানোর খবর রাশিয়ান স্টেট অ্যাটমিক এনার্জি করপোরেশনের (রোসাটম) এক বিজ্ঞপ্তিতে𝔉 নিশ্চিত করে। 

১৬ মার্চ পাবনার সুজানগর পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রཧার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা। 

২১ মার্চ পাবনার আতাইকুলা থানার উপপরিদর্শক (এসআই) হাসান আলী (২৮) মাথায় গুল𒐪ি করে আত্মহত্যা করে। ২৭ মার্চ আটঘরিয়া থানায় দুলাল হোসেন (৪৭) নামে এক উপপরিদর্শক (এসআই) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। 

১৩ মার্চ দেশের আলোচিত জোড়া লাগানো শিশু রাবেয়া-রোকাইয়া দীর্ঘদিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে পাবনার চ🌃াটমোহর উপজেলার আটলংকা গ্রামে ফিরে আসে। আসার আগের দিন তাদের ভিডিও কনফারেন্সির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদায় জানান। রাবেয়া-রোকাইয়ার চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

৩০ মার্চ টিকা নেওয়ার প্রায় দুই মাস পরে প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হন পাবনা জেলা আওয়🦩ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাবনা-২ আসনের সংসদ সদ✤স্য আহমেদ ফিরোজ কবির। 

দরিদ্র পরিবারে খুব সাধারণভাবে বেড়ে ওঠা পাবনার রাধানগরের নারায়ণপুর মহল্☂লার মেয়ে 🐽মিশোরী মুনমুন সবাইকে তাক লাগিয়ে এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দেশ সেরা হয়েছেন। 

৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অ্যালেন শহরে নিহত ছয় বাংলাদেশির বাড়ি ছিল পাবনা♔য়। শহরের দোহারপাড়ার বিখ্যাত হায়দার পরিবারের সদস্য তারা। তাদের মৃত্যুতে গোটা পাবনায় শোকের ছায়া নেমে আসে। 

৮ এপ্রিল দারিদ্র্য জয় করে মেডিকেল কলেজে চান্স পাওয়া পাবনার সুজানগরের জান্নাতুম মৌমিতা মুন্ন🉐ী পড়ালেখার সহায়তার আশ্বাস দেয় প্রধানমন্ত্রীর কার্যালয়। সেই নির্দেশনা মোতাবেক মুন্নী ও তার বাবাকে ডেকে আনা হয় এবং সাক্ষাত করানো হয় জেলা প্রশাসক কবীর মাহমুদের সঙ্গে। 

২৭ এপ্রিল ১২ কেজি গাঁজাসহ পাবনা সদর ๊থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ওছিমকে আটক করা হয়। এসআই ওছিম চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার কেশবপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

৩১ মে গবে﷽ষণায় চৌর্যবৃত্তির অভিযোগ আনা হয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শ♏িক্ষক সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক আওয়াল কবির জয় এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ইয়াহিয়া বেপারির বিরুদ্ধে। 

৭ জুন জালিয়াতি 🎃ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবীর মজুমদারের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাবনা আঞ্চলিক কার্যালয়ের উপসহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে এ মামলা করেন। এজাহারে উল্লেখ করা হয়, ভুয়া আবেদন ও ভাউচারে অধ্যক্ষ হুমায়ুন কবীর নিজেই অনুমোদন করে কলেজের ছাত্র সংসদ তহবিল, উন্নয়ন তহবিল ও বিবিধ♎ তহবিলের ৫৬ লাখ ৮ হাজার ৯৮৬ টাকা অগ্রণী ব্যাংক কলেজ গেট শাখা থেকে উত্তোলন করে আত্মসাৎ করেন।

১০ জুন রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পꦏুলিশ সুপার নির্বাচিত হয়েছেন পাবনার এসপি মহিবুল ইসলাম খান। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিআইজি আব্দুল বাতেন বিপিএম মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত করেন। 

৬ জুন পাবনায় গণপূর্ত বিভাগের অফিসে অস্ত্র নিয়ে আওয়ামী লীগের একদল ঠিকাদার নেতা ♛মহড়া দিয়েছেন। এতে আতঙ্কিত হয়ে পড়েন ওই কার্যালয়ের কর্মীরা। ক্ষমতাসীন দলের ওই নেতারা লাইসেন্স করা অস্ত্র নিয়ে ♏ওই কার্যালয়ে যাওয়ার কথা স্বীকার করে বলছেন, তার ভুল হয়েছে। সিসি ক্যামেরায় ধারণ করা একটি ভিডিও প্রকাশ পাওয়ায় বিষয়টি আলোচনায় চলে আসে। 

চিত্রা এক্সপ্রেস ট্রেনে আলাদা ♎বগি সংযুক্ত করে তাতে একাই রাজধানী ঢাকায় চিকিৎসার জন্য যান করোনাভাইরাসে আক্রান্ত ট্রেন পরিচালক শরিফুল ইসলাম। ১২ জুন সকালে কোয়ারেন্টাইন বগি হিসেবে খুলনা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। শরিফুল ইসলাম বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেন পরিচালকের দা♓য়িত্বে ছিলেন। তাকে পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বিষয়টি ছিল আলোচিত। 

১৩ জুন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতিতে জড়িত দুই🐟 ঠিকাদার পাবনা সদর থানায় তাদের বৈধ অস্ত্র জমা দেন। আলোচিত এ ঘটনায় আতঙ্🦩ক ছড়িয়ে পড়লেও গণপূর্ত বিভাগের কোনো অভিযোগ না থাকায় মামলা হয়নি। গত ৬ জুন দুপুর ১২টার দিকে সদর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ফারুক হোসেন ওরফে হাজী ফারুক জামার হাতা গুঁটিয়ে সদলবলে গণপূর্ত ভবনে ঢুকছেন—এমন ছবি প্রদর্শিত হয়েছে সিসি ক্যামেরার ফুটেজে। 

২৭ জুন পাবনা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক স্বতঃকণ্ঠের বার্তা সম্পাদক মাহমুদ𒐪া নাসরিন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যান। 

২৮ জুন দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হন পাবনা-২ আসন🔯ের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির। 

২৯ জুন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রধা💜ন প্রকৌশলী আমিনুল ইসলাম কর্মকর্তাদের দ্বারা লাঞ্ছিত হওয়ার ১৫ দিনের মাথায় বিচার না পেয়ে পদত্যাগ করেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিজয় কুমার ব্রহ্ম পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, বেশ কিছুদিন ধরে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগ ও কর্মকর্তা সমিতির মধ্যে বিরোধ চলে আসছিল। 

৩০ জুন পাবনার ঈশ্বরদী উপজেলায় অবস♕্থিত বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) উচ্চফলনশীল এবং অধিক চিনি ধারণ ক্ষমতাসম্পন্ন নতুন জাতের আখ উদ্ভাবন করে। বিএসআরআইয়ের মহাপরিচালক ড. আমজাদ হোসꦦেন এ তথ্য নিশ্চিত করে বলেন, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলামের সভাপতিত্বে গত ১৭ জুন দুপুরে অনুষ্ঠিত জাতীয় বীজ বোর্ডের ১০৫তম সভায় এ জাতটি অবমুক্ত করা হয়।

২৮ জুন প্রক্টর হিস𓂃েবে নিয়োগ পাওয়ার পরপরই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাসিবুর রহমানের একটি টিকটক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ⛄ভাইরাল হয়। ওই ভিডিওতে রোমান্টিক গানে এক নারীর সঙ্গে নানা অঙ্গভঙ্গি করতে দেখা যায়। 

৯ জুন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু। সৈকত আফরোজ আসাদ সময় টিভি, দৈনিক বাংলাদেশ প্রতি🐼দিন ও বিডিনিউজ২৪.কমের পাবনা প্রতিনিধি হিসেবে কর্মরত।

৭ আগস্ট করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবায় পাবনা জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধন ও হাসপাতালে ৪ বেডের আইসিইউ ইউন𝕴িট চালুর উদ্বোধন করেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স। 

৪ আগস্ট পাবনা জেনারেল হাসপাতাল টিকা কেন্দ্রে সিরিঞ্জে টিকা ছাড়াই খালি সিরিঞ্জ এক মেডিকেল শিক্ষার্থীর শরীরে পুশের ঘটনা ঘটে। পরে তদন্ত কমিটি গঠন করে তদন্൲ত শেষে দায়িত্বরত দুই নার্সকে প্রত্যাহার করে নেওয়া হয়। 

২৮ আগস্ট পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ব🥀ীর🧸 মুক্তিযোদ্ধা মকবুল হোসেন সন্টু ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। পাবনায় মুক্তিযুদ্ধের ইতিহাসে এক উজ্জ্বল নাম বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন সন্টু। 

৭ সেপ্টেম্বর পাবনা গণপূর্ত বিভাগের অফিসে ঢুকে উপবিভাগীয় সহকারী প্রকৌশলী আব্দুস সাত্তারকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে ঠিকাদার মোকছেদুল আলম নয়নের বিরুদ্ধে। এ ঘটনায়🍨 ভুক্তভোগী প্রকৌশলী আব্দুস সাত্তার൲ বাদী হয়ে মামলাটি করেন। 

১০ অক্টোবর পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে বহু🤪ল প্রতীক্ষিত পারমাণবিক চুল্লিপাত্র অর্থাৎ নিউক্লিয়ার রিঅ্যাক্টর প্রেশার ভ্যাসেল বসানো হয়। এটাকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের হৃৎপিণ্ড বলা হয়। বেলা ১১টা ৪৩ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

২৬ সেপ্টেম্বর পাবনার বেড়া উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবুসহ ২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল কোর্🍸টে মামলাটি করেন বেড়া উপজেলার আমিনপুর থানার পুরান ভারেঙ্গা ইউনিয়নের হরিনাথপুর গ্রামের শংকর কুমার শীলের স্ত্রী সীমা রানী শীল। সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়া এবং তা শেয়ার করার অভিযোগে তিনি এ মামলা করেন।

১৩ অক্টোবর পাবনার চাটমোহর উপজেলায় বৃদไ্ধ বাবা আতাউর রহমানের কর্মস্থল পোস্ট অফিসে গিয়ে তারই শিক্ষক পুত্র মজনুর রহমান মারধর করেন। এটি ফেসবুকে ভাইরাল হলে এবং মারধ🐽রের শিকার বাবার দায়ের করা মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন। পরে তাকে চাকরি থেকে সাময়িক বহিস্কার করা হয়। 

২১ অক্টোবর ১৯ মাস বন্ধ থাকার পর෴ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বাবিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হয়। এদিন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে কর্তৃপক্ষ। স্বাস্থ্য সুরক্ষায় দেওয়া হয় মাস্ক, হ্যান্ড স্💙যানিটাইজার।

২৭ অক্টোবর পাবনার ঈশ্বরদীতে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) উপসহকারী প্রকৌশলীর মোটরসাইকেল আটকে জর♐িমানা করায় ট্রাফিক অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ ওঠে। মোটরসাইকেল আটক ও জরিমানা করার ৩০ মিনিটের মাথায় ঈশ্বরদী শহরের পোস্ট অফিস মোড় এলাকায় অবস্থিত ট্রাফিক পুলিশের অফিসের বিদ্যুৎ সংযোগ বকেয়া বিলের অজুহাতে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ ঘটনাকে হিংসাত্মক বলে দাবী ট্রাফিক পুলিশের। বিষয়টি বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

একই দিনে পাবনার ভাঙ্গুড়ায় ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের সংবাদ প্রকাশ করায় চার সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সময়ের প্রতিনিধি 😼রায়হান আলী, প্রতিদিনের সংবাদের ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম আপন, আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি মেহেদি হাসান রানা ও আব্দুল আজিজ।

পাবনার সুজানগর উপজেলায় সদস্য সমাপ্ত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থক ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বাড়িতে ভোট দিতে এসে উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত হয় সবুজ হোসেন (২৮)। ৯ নভেম্বর রাতে রাজশ𓄧াহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

৯ নভেম্বর দ্বিতীয়বারের মতো রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন পাবনার⭕ পুলিশ সুপার (এসপি) মহিবুল ইসলাম খান। ডিআইজি আব্দুল বাতেন মহিবুল ইসলাম খানকে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিস🍰েবে নির্বাচিত করেন। 

১৫ নভেম্বর পাবনার বেড়া পৌরসভার নির্বাচন ঘিরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হ൲ক টুকুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নিজ ছেলেকে বিজয়ী করতে আচরণবিধি ভঙ্গ, ক্ষমতার অপব্যবহার, প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা, বহিরাগত ও স্থানীয় সন্ত্রাসীদের দিয়ে ভয়ভীতি প্রদর্শনের লিখিত অভিযোগ করেন তারই আপন ভাই সাবেক পৌর মেয়র আব্দুল বাতেনসহ একাধিক স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনী আচরণবিধি মেনে এমপি শামসুল হক টুকুকে এলাকা ছেড়ে যাওয়ার অনুরোধ জানিয়ে অনুরোধপত্র দেয় জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও বেড়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মাহবুবুর রহমান। 

১৭ নভেম্বর পাবনার ভাঙ্গুড়ায় মোবাইল ফোনে ডেকে নিয়ে ফারুক হোসেন 🌊(১৯) নামে এক যুবককে হত্যার দায়ে ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। নিহত ফারুক হোসেন ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া ভদ্রপাড়া মহল্লার সাইদুল ইসলামের ছেলে।

২৫ নভেম্বর পাবনার ঈশ্বরদীতে বাস্তবায়নাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের সবগুলো বাষ্🍰প জেনারেটর স্থাপনের কাজ সম্পন্ন করা হয়। প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর ৪টি স্টিম জেনারেটর স্থাপন সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। 

২৮ নভেম্বর পাবনার বেড়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আশিফ শামস রঞ্জনের কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছেন তার ꦕচাচা বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত𝄹্র) আব্দুল বাতেন। 

৩০ নভেম🦄্বর পাবনা সদরের হেমায়েতপুর এলাকায় ট্রাকে তেল দেওয়ার সময় পেট্টোল পাম্পে বিস্ফোরণে দগ্ধ তিনজন মারা যান। পাম্পের মালিক জামায়াতে ইসলামীর সক্রিয় নেতা ও সদ্য হেমায়েতপুর ইউপির নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান🧸 ওরফে আলম হাজি। 

৪ ডিসেম্বর একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা সাবেক গণপরিষদ সদস্য এবং ৭২ এর সংবিধান প্রণয়ন কমিটির সদস্য পাবনার জ্যেষ্ঠ আইনজীবী গোলাম হাসনায়েন ইন্তেকাল করেন। এদিন ভোরে পাবনা শহরের পৌর এলাকার নিজ বাড়িতে মারা যান তিনি। গোলাম হাসনায়েন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন🌄। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। 

১১ ডিসেম্বর পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনায় স্বতন্ত্র চেয়ারম্যান প𒅌্রার্থী ইয়াসিন আলম (৪০) নিহত হন। এদিকে এ ঘটনায় নির্বাচন কমিশন প্রথমে চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করেন। পরে ওই ইউনিয়নের পুরো নির্বাচন বাতিল ঘোষণা করা হয়। 

১৭ ডিসেম্বর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নৌকার প্রার্থীর পক্ষে সমাবেশ করার অভিযোগ উঠে পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের বিরুদ্ধে। তিনি উপজেলার দোগাছি, চরতারাপুর, সাদুল্লাহপুর, হেমায়েতপুর, মালঞ্চি, মালিগাছা ও গয়েশপুরে নির্বাচনী বর্ধিত সভার নামে প্রধান অতিথি হয়ে বক্তব্যে ভোট চান। নৌকা প্রতীকের প🌠্রার্থীকে বিজয়ী করতে বক্তব্য দেন। এ ঘটনায় নির্বাচন কমিশন থেকে তাকে এলা🌼কা ছাড়ার অনুরোধ জানানো হয়। 

১৮ ডিসেম্বর পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে সেলিম হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে ন💖ৌকার সমর্থকদের বিরুদ্ধে। নিহত সেলিম ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামে জমসেদ আলীর ছেলে ও জেলা কৃষক লীগের সদস্য ‘বিদ্রোহী’ প্রার্থী আনারস প্রতীকের কেএম শাহীনের সমর্থক ছিলেন🎐। 

২৫ ডিসেম্বর পাবনা শহরের চক ছাতিয়ানি মহল্লায় বিষাক্ত মদপানে তিন বন্ধু চক ছাতিয়ানি মহল্লার মৃত আব্দুল কাদের 𝐆খানের ছেলে রবিউল ইসলাম রোমন (৩৫), আব্দুল মুহিতের ছেলে জনি (৩০) ও রবিউল ইসলাম মুকাইয়ের ছেলে রুবেল (৩২) পাবনা জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং নিয়ে যাওয়ার সময়ে মারা যান। এছাড়া পাবনা সদর ও ঈশ্বরদীতে পৃথক ঘটনায় কয়েকজনের মৃত্যু হয়। 

এদিকে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাবনা সদর উপজেলার ৯টি 🍸ইউনিয়নের সব কটিতে শোচনীয় পরাজয় হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের। ৯টির মধ্যে ৪টি ইউনিয়নে নৌকার প্রার্থীরা কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেননি। আর ৪টির মধ্যে একটিতে পঞ্চম, আরেকটিতে চতুর্থ এবং দুটি ইউপিতে তৃতীয় স্থানে রয়েছেন নৌকার প্রার্থীরা। ২৬ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে পাবনা সদর উপজেলা নির্বাচন কার্যালয়ে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ꦇরিটার্নিং কর্মকর্তা কায়ছার মোহাম্মাদ। ফলাফল বিশ্লেষণ করে এমন চিত্র পাওয়া যায়।

২৭ ডিসেম্বর পাবনায় খালেদা জ🐭িয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।ജ এ সময় পণ্ড হয়ে যায় সমাবেশ। সমাবেশস্থলে নেতাকর্মীরা হাতাহাতি, বাঁশ, লাঠি ও চেয়ার নিয়ে একে অপরের ওপর হামলায় জড়িয়ে পড়েন। সাবেক জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির আহমেদকে ছুরিকাঘাত করে দলের প্রতিপক্ষের লোকজন। বিকেলে শহরের গোপালপুর এলাকার জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

২৮ ডিসেম্বর পাবনার ঈশ্বরদীর পাকশীস্থ নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ভেতর থেকে বাইরে পাচার করার উদ্দেশ্যে বের হওয়ার সময় একটি ট্রাকসহ প্রায় ১০ টন লোহা (রড ও পাইপ) জব্দ করা হয়। এ সময় পাচারের সন্দেহে পাঁচ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এর আগেও ট্রা🅺ক ভর্তি লোহার রড চুরি করে পাচারের সময়ে ধরা পড়ে। এতো নিরাপত্তা বেষ্টিত জোনে কিভাবে পাচারচক্র সক্রিয় থাকে এ নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে। 

২৮ ডিসেম্ব🌠র পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হেরে যাওয়ায় শামিম হোসেন (৪০) নামে এক নৌকার সমর্থককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিদ্রোহী পরাজিত প্রার্থী ও নির্বাচিত জামায়াত সমর্থিক চেয়ারম্যানের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের নাজিরপুর হাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শামীম হোসেন নাজিরপুর হাটপাড়ার নুর আলী প্রামাণিকের ছেলে। সে ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিল। 

এদিন ভোররাতে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 🥂মারা যান পাবনা জেলা পরিষদের সাবেক প্রশাসক, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এম সাইদুল হক চুন্নু। বিকেলে শহরের শালগাড়িয়া বাংলাদেশ ঈদগা মাঠে নামাজে জানাজ𒅌া শেষে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়। 

এদিকে পুরো বছর জুড়ে পাবনায় কর🌸োনা মহামারিতে সরকারি হিসেব মতে ৪০ জনের মৃত্যু হয়েছে। আর বে꧑সরকারি বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, বাসাবাড়ি ও স্বেচ্ছাসেবী সংগঠনের হিসেব মতে, কয়েকশ মানুষ প্রাণ হারিয়েছে। মৃতদের মধ্যে সাংবাদিক, ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, রাজনীতিবীদ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণিপেশার মানুষ প্রাণ হারিয়েছেন। 

পাবনা জেলায় কয়েকটি হত্যা মামলায় আদালত বেশ কয়েকজনকে ফাঁসি ও যাবজ্জীবন সাজা প্রদানের রায় দিয়েছেন।