গাজীপুরে কোনাবাড়ীর আমবাগ এলাকায় একটি 𒈔পাটের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
রোববার (১২ ডিসেম্বর) দুপুরে এ আগুনের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়,❀ কোনাবাড়ীর আমবাগ এলাকায় আধপাকা টিনশেডের পাটের গুদামে আগুন লাগে। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়। এ সময় আগুনে টিনশেডের আধপাকা কয়েকটি গুদাম পুড়ে গেছে। গুদামে গার্মেন্টসের মালামাল রয়েছে। শাহ আলমের মালিকানাধীন গুদাম ভাড়া নিয়ে এখানে বাদশা মিয়া, হালিম হোসেন, মুকুল মিয়া ও আবদুর রউফসহ কয়েকজন পাটের ব্যবসা করে।
বিষয়টি নিশ্চিত করে জয🌳়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন বলেন, “আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিꦍট কাজ করছে।”
তবে ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ এখনও জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর❀্তা।